Saturday, May 11, 2013

বিরহ-বিচ্ছেদ


কেউ বলেন জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। আমার মনে হয় বিরহ-বিচ্ছেদ সবচেয়ে বড় পাওনা। যদি বলি এর জন্যই বেচে থাকা তাহলে কি ভুল বলা হবে? স্কুল ছেড়ে কলেজ, সেখান থেকে কর্মক্ষেত্রে, কর্মজোগে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ানো সবের মধ্যেই রয়েছে বিচ্ছেদ, বন্ধু-বিচ্ছেদ আর বন্ধু-যোগ। যোগ-বিয়োগ সবেই আছে বিরহ। পরিবর্তন (ইচ্চছাকৃত বা অনিচ্ছাকৃত) কিছু যোগ, কিছু বিয়োগ আনবে। শুনেছি গীতায় বলা আছে বস্ত্র পরিবর্তনের মতন আত্মা ও দেহ পরিবর্তন করে। সবই জানি আমরা তাও মৃত্যু হৃদয় বিদারক।
                           
Picture Courtesy : https://www.pexels.com

বিচ্ছেদকে স্বীকার করে নিতে পারলে বিরহের কারণ থাকে না, কিন্তু বলা সহজ। জীবনের অলশ সময়ে আনন্দের চেয়ে দুখের কথা বেশি মনে পড়ে। বিরহ-বিচ্ছেদ একাকীত্বের প্রতীক, জীবনের নির্জন মূহুর্তে তাই বার বার ফিরে আসে। একে ভোগ করতে শিখলেই জীবনের ঢেউয়ে উদ্বেলিত হওয়ার ভয়/চিন্তা থাকবে না।



Saturday, February 23, 2013

"Teri Deewani"


The ecstasy of being non-existent supersedes the insignificant presence. The audacity to establish the individuality succumbs to the silence of the towering existence. The willingness to surrender lacks the urge, the passion as it is not selfless. The mammoth loss still does not inspire to break free. The hollowness eats into the sanity. 

Picture Courtesy : https://www.pexels.com

Once so precious, so much coveted looses the significance, yet let go is not  feasible. The reluctance to evolve out of the indulgence accepts the greater loss, but the loss haunts. The sporadic meetings taunts all the way, emphasizing the helplessness, more so the unwillingness. The characteristic  behaviour of the unwanted characterization disturbs the balance, the solace. The road to simplicity, the objective has been entangled by the myth of progressive superiority. The ever increasing separation promises no way forward. Aided by the arrogance of tangible results & confidence of ignorance, since inception, the parting has gone too far.

Dangal

There are not many days when deep into the night the Country kept staring at the TV set or the Mobile Screen without the prospec...