Nostalgia ব্যাপারটা বোধহয় সাধারণ মানুষের অলঙ্কার। মাঝে মাঝেই লোকে nostalgic হয়ে ওঠে। একঘেয়ে বর্তমানের কাছে অতীতের স্মৃতির টান মনকে নাড়া দেয়। খারাপ ভালো সবরকমই থাকে কিন্তু ভালগুলো বেশি করে মনে পড়ে। অনেকটা দূরবীন বা চোঙ্গের মধ্যে দিয়ে দেখার মতন, ফোকাস এ থাকে যা দেখতে চাই, বাকিগুলো অষ্পষ্ট।
Picture Courtesy : https://www.pexels.com
সন্ধেবেলা টিভি-তে জুহি চাওলা-র interview দেখছিলাম তাতে একটা কথা কানে লাগলো। লিখতে বসে অমিত কুমারের গান শুনতে শুনতে কথাটা আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। কথাটা হল "I miss the innocence in today's Hindi films"। সব ব্যাপারেই হয়ত এটা সত্যি। অমিত কুমারের গত পুজোর album "ফেলে আসা দিন" শুনতে শুনতে কথাটা ১০০% খাঁটি মনে হচ্ছে। গানের কথা, সুর খুব simple, down to earth আর একটা attachment আছে শুনে মনে হয়---এক কথাতে simplicity personified। "ফেলে আসা দিন" আর "চেনা শহর" দুটো গান-ই দারুণ আর আগের কথাটা justify করে। ("Barfi" movie-টা যেমন, simple কিন্তু একটা attachment আছে।) "চেনা শহর" গানটা যতবার শুনি ততবার হরিশ মুখার্জি রোডের কথা মনে পড়ে যায়। আমার ছেলেবেলা কেটেছে কালিঘাট-এ। একদম শৈশবে হাজরা মোড়ের উত্তর দিকটা (মানে হরিশ মুখার্জি রোড) উত্তর কলকাতা ভাবতাম। গানটা শুনতে গিয়ে ওই কথাটা মনে পড়ে গেল---হয়ত attachment বা nostalgia.
যুগ পাল্টে গেছে, Multiplex আর Complex এর চাপে সবকিছু complicated হয়ে গেছে। কেন কেউ জানে না, জানতেও চায় না, জানলে মানিয়ে নিতে অসুবিধে হবে। "Rockstar" এর গানে একটা লাইন আছে ---
"ও নেচার কে রকসক ম্যায় ভি হু নেচার, ইতনা কিঁউ রোকে মুঝে, ইতনা কিঁউ টোকে মুঝে"। নতুন হিন্দি গান বা বিশেষ করে বাংলা গান কেমন অদ্ভূত---track change করলে মনে থাকে না কিছুই। সেখানে শ্রীকান্ত আচার্যের "বৃষ্টি তোমাকে দিলাম" শুনলে একটা রেশ থাকে---সাধারণ কিন্তু স্বচ্ছ, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত --- কোনো কিছু অতিরিক্ত নয়।
কয়েকদিন আগে "Bharat Ek Khoj" দেখলাম। এখন কত চ্যানেল, কত অনুষ্ঠান কিন্তু এরকম সিরিয়াল কোনো "cultured" ভারতীয় চ্যানেলে দেখা যায় না, reality
show বা soap opera ছড়াছড়ি। "Old is Gold" বলছি না, কিন্তু "বারান্দায় রোদ্দুর" তো দুদিন ও মনে থাকে না। Long Drive বা মদ্যপান ইত্যাদির উদ্দেশে যদি শুধু গান লেখা হয় তাহলে সেটা অসুস্থতার লক্ষণ।
এখন এতো আছে, এতো কিছু হয়ে গেছে, তীব্র গতিতে জীবন (সময়) এগিয়ে চলেছে, কিন্তু সাধারণ ব্যাপারগুলো সব জট পাকিয়ে যাচ্ছে। উদ্দেশ্য ছাড়া মানুষে মানুষে কোনো বাঁধন নেই। চমকে দেওয়ার তাগিদে সব কিছু স্থুল আকার ধারণ করছে। সময় দাঁড়িয়ে থাকবে না, কিন্তু progression বা change র তাগিদে সময়ের কাঁটা কে আরো জোড়ে দৌড় কোরানোর চেষ্টা অর্থহীন। এই অস্থিরতা বা স্থূলতা কেটে গেলে মঙ্গল নাহলে এর মাসুল দিতে হবে পরবর্তী প্রজন্মকে। গ্মাভীর্য, আন্তরিকতা অনেকদিন হারিয়ে গেছে, simplicity ও, এরপর কি ?