"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল
রে"---সাধারণ কথা কিন্তু মেনে চলা কি ভীষণ কঠিন।
Picture Courtesy : https://www.pexels.com
"একলা চলা" মানে স্রোতের
থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজনে বিপরীতে চলা। এই একলা চলার সবচেয়ে বড় চালেঞ্জ হল
কিছুদূর অন্তর অন্তর "শুভাকাঙ্খীরা" এসে বলবে যে ভুল করছ, মাঝপথে ঝোরে
যাবে। কেউ বলে গেছেন "Failure is the pillar of success"---আঙুর ফল
টকের মতন শোনায়। ব্যার্থতার থেকে শেখার আছে যাতে ভবিষ্যত মসৃণ হয়, কিন্তু "History repeats itself" বলে এক্তা কথাও আছে। ভুল করে সব যদি ঠিক করে
ফেলা যেত তাহলে দুনিয়াতে কোনো সমস্যাই থাকতো না।
No comments:
Post a Comment