Saturday, May 11, 2013

"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে"


"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে"---সাধারণ কথা কিন্তু মেনে চলা কি ভীষণ কঠিন। 
                    
Picture Courtesy : https://www.pexels.com

"একলা চলা" মানে স্রোতের থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজনে বিপরীতে চলা। এই একলা চলার সবচেয়ে বড় চালেঞ্জ হল কিছুদূর অন্তর অন্তর "শুভাকাঙ্খীরা" এসে বলবে যে ভুল করছ, মাঝপথে ঝোরে যাবে। কেউ বলে গেছেন "Failure is the pillar of success"---আঙুর ফল টকের মতন শোনায়। ব্যার্থতার থেকে শেখার আছে যাতে ভবিষ্যত মসৃণ হয়, কিন্তু "History repeats itself" বলে এক্তা কথাও আছে। ভুল করে সব যদি ঠিক করে ফেলা যেত তাহলে দুনিয়াতে কোনো সমস্যাই থাকতো না।

বিরহ-বিচ্ছেদ


কেউ বলেন জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। আমার মনে হয় বিরহ-বিচ্ছেদ সবচেয়ে বড় পাওনা। যদি বলি এর জন্যই বেচে থাকা তাহলে কি ভুল বলা হবে? স্কুল ছেড়ে কলেজ, সেখান থেকে কর্মক্ষেত্রে, কর্মজোগে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ানো সবের মধ্যেই রয়েছে বিচ্ছেদ, বন্ধু-বিচ্ছেদ আর বন্ধু-যোগ। যোগ-বিয়োগ সবেই আছে বিরহ। পরিবর্তন (ইচ্চছাকৃত বা অনিচ্ছাকৃত) কিছু যোগ, কিছু বিয়োগ আনবে। শুনেছি গীতায় বলা আছে বস্ত্র পরিবর্তনের মতন আত্মা ও দেহ পরিবর্তন করে। সবই জানি আমরা তাও মৃত্যু হৃদয় বিদারক।
                           
Picture Courtesy : https://www.pexels.com

বিচ্ছেদকে স্বীকার করে নিতে পারলে বিরহের কারণ থাকে না, কিন্তু বলা সহজ। জীবনের অলশ সময়ে আনন্দের চেয়ে দুখের কথা বেশি মনে পড়ে। বিরহ-বিচ্ছেদ একাকীত্বের প্রতীক, জীবনের নির্জন মূহুর্তে তাই বার বার ফিরে আসে। একে ভোগ করতে শিখলেই জীবনের ঢেউয়ে উদ্বেলিত হওয়ার ভয়/চিন্তা থাকবে না।



Dangal

There are not many days when deep into the night the Country kept staring at the TV set or the Mobile Screen without the prospec...