Thursday, November 05, 2020

Letter to Friend

Dear Friend,

First I need to apologize for being late, perhaps not too late, to acknowledge Your significant contribution in my life. The way You have accepted, honoured and lifted me leaves me with no other words but to say Thank You.

Journeys are subjected to end & so did ours. And in all probability the chances of any future interactions are remote or next to impossible. Or even if we meet again the past will be the reason which shall shape the future.

Our interactive moments might have been brief but those short spells are Life Time Memories. The way you have helped & supported me, at times advised or guided me has only enriched my life. Though the word 'debt' is not apt in a friendship but yet I remain indebted to You for the rest of my life.

It was never always smooth, we have had our differences, egos but You have always stood up to pamper or cajole me and bringing things back to normal. It was your efforts which made the journey memorable. You were the source of inspiration and key to stress relief at extreme times.

As we embark on different ships Your absence will be severely felt. Hope you have not Hated to be a part in our voyage, if so pardon My Arrogance & Imperfections.

Wishing you All the Best for a New Beginning. My apologies & thanks.....

Regards
Me & Myself

 


Wednesday, October 14, 2020

হিজিবিজি

Disclaimer : যাদের নিচের ভাঁট-talk পড়ার ইচ্ছে নেই, বুদ্ধিমানের মতন ভাবছেন, একদম তাকিয়েও দেখবেন না | যারা দোনো-মনো করছেন তারা আর একবার ভেবে নিন কি করবেন, এখনো সময় আছে | বাকি যারা ঠিক করে ফেলেছেন পড়বেন তারা পরে ফেলুন, মাথা ধরে গেলে Saridon খেয়ে নেবেন, garbage মনে হলে উপেক্ষা করবেন, রেগে গেলে block করে দেবেন বা FB কে কমপ্লেইন করবেন.....আর কিছুই নাহলে বলতে হবে...এরকম Junk এ আপনারা অভ্যস্ত ! কোনো মানুষ, জীব, জন্তু, কীট, পতঙ্গ, গাছ পালা, পাথর, ধুলো বালি.....কারুর কোনো ক্ষতি বা অবমাননা করা এই রচনার উদেশ্য নয়......তাই অকারণ আবেগ বর্জন করতে পারলে তবেই এটাই পড়ুন | আপনাদের কোনো আবেগের জন্য আমি দায়ী নয়......এমনি আবেগের অনেক খেসারত আমাকে দিতে হয়েছে, আর দেব না | আর আমি চিররিক্ত, তাই case ঠুকে এক পয়সাও পাবেন না....শুধু যদি একান্ত কোনো ব্যাক্তিগত বদলার ইচ্ছে থাকে তাহলে হাজত বাস করাতে পারেন |

 

ভিভ রিচার্ডস, ডন ব্র্যাডম্যান, দিয়েগো মারাদোনা, আলবার্ট আইনস্টাইন, এলোন মাস্ক, সত্যজিৎ রায়, স্টিভ জব্স....এদের কারুর মতন কোনো প্রতিভা আমার নেই বা ছিল না.....না তো আমি কোনো charismatic চরিত্র, তাহলে পরে লাভ কি.....ডাল ভাতের মতন ম্যাড়ম্যাড়ে জিনিস পড়বেন কেন ? (শুদ্ধ শাকাহারীরা আবার কিছু মনে করবেন না এই তুলনাতে).....একটাই লাভ দেখবেন......হয়তো কিছু একটা আপনার সঙ্গে মিল আছে, আপনি বলতে পারেন না, আমি নির্লজের মতন বলি | এই একটা মানসিক সান্তনা পাবেন কিছু মুহূর্তের.....যাক কারুর সঙ্গে তো মিল আছে !

 



Early Life

ছাত্রজীবন :

খুবই চ্যালেঞ্জিং জীবন ছিল আমার, বার বার গন্ডি পেরোনোর উত্তেজনা, একটু এদিক ওদিক হলেই গন্ডির  এপারে আর এক বছর.......তখন তো সমাজ, বন্ধু পরিবার এর background  music  আর echo যাবৎজীবন শুনে কাটাতে হবে | চতুর্দিকে চ্যালেঞ্জ | ১০+২ এর রাসায়নিক বিজ্ঞান এর বিদিকিচ্ছিরি অত্যাচারে আমাকে সব সময় মনে রাখতে হতো.....Failure Will be the "Pillar of Success"..... এ ছাড়া মনকে সান্তনা দেয়ার কোনো রাস্তা ছিল না...."All is Well" তখনও মার্কেটে আসেনি !

ললিত কলা :

আমি গান গাইলে বা গাওয়ার চেষ্টা করলে দেখেছি, গণতন্ত্রের কোনো দ্বিমত হয়নি......সোচ্চার প্রতিবাদের সঙ্গে জানিয়েছে আমার জন্য "গানটা ছিল শুধুই শোনার" | একজন একবার বীতশ্রদ্ধ হয়ে বলেছিলো, "Please গান গেয়ো না, আমি এমনি পয়সা দিয়ে দিচ্ছি !" আমি আর কোনোদিন বলতে পারলাম না...."যখন রব না আমি দিন হলে অবসান, আমারে ভুলিয়া যেও, মনে রেখো মোর গান" |

নৃত্যের প্রতি আমার কোনোদিনই কোনো আকর্ষণ ছিল না তাও Govinda, Hritik দের দেখে ইচ্ছে জাগলে শরীরের Young's Modulus সঙ্গে সঙ্গে Elastic Limit এর অ্যালার্ম বাজিয়ে দিয়েছে |

আঁকতে বসলে একটা সময় এর পর সেই গানটা মনে করতে হতো...."Tasveer banata hoon, phir bhi nahi banti"

খেলাধুলো :

সেই সময়তে ব্যায়াম, শরীরচর্চা, খেলাধুলো লোকে খেলার ছলে করে ফেলতো না বুঝেই, জিম আর ক্রিকেট-ফুটবল ট্রেনিং সেন্টারে যেতে হতো না খেলতে | সেই যুগে আমি 2-hinged বা 3-hinged Arch বুঝতাম না...কিন্তু  কেউ 'ধনুরাসন' বা 'চক্রাসন' করতে বললে আমার সারা শরীরের hinge মনে করিয়ে দিত "সকলই তোমারি ইচ্ছা", আমাদের এরকম কোনো ইচ্ছে নেই |

ফুটবল দলে লেফ্ট ব্যাক ছাড়া লুকোবার জায়গা ছিল না, তাও মাঝে মাঝেই বিপদ.....গোল দেয়ার সুযোগে ওভারল্যাপ এ না উঠলে বলতে হতো রক্ষণ করতে ব্যস্ত ছিলাম.....আর গোল খেলে বলতে হতো ওভারল্যাপ এ আক্রমণ এ উঠে গেছিলাম |

ক্রিকেটে যে কোনো দিন যেকোনো বোলার আমার সামনে শোয়াইব আখতার বা শেন ওয়ার্ন হয়ে উঠতো | বল হাতে ওভার পিছু ৩৬ দেয়া আমার কাছে দৈনন্দিন রেকর্ড | ফিল্ডিং নিয়ে আর কিছু বোঝাতে হবে না....self - explanatory |

অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সমাজতন্র :

বিশ্বায়ন এর যুগে আমি বিশ্ব নাগরিক | মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড এর প্রতি আমার বিশেষ সম্মান রয়েছে | Tolerance for all & preference for none..... এই নীতি অর্থনীতির সঙ্গে মানানসই....ধর্ম ক্ষেত্রে আমি এই মতে বিশ্বাসী.....চাঁদা ডোনেশন এর অত্যাচারের দিনে আমি নাস্তিক | নিজেকে ঘিরে যে সমাজ গড়ে উঠবে আমি সেই সমাজের জয়গান করি ..... "চাচা আপন প্রাণ বাঁচা" |

 

The Negative Part

কর্মজীবন :

১০৮-টা নাম না হলেও জীবনে, বিশেষ করে কর্ম জীবনে কিছু নাম হয়েছে | কেউ মনে করেন 'তার কাটা বা Eccentric', কেউ 'খুব ভালো'...কেউ আবার বলেন 'valve টা খারাপ হয়ে গেছে' | কারো চোখে আমি 'বিপ্লবী', কারো চোখে 'Negative' | কেউ ভাবেন 'সৎ' কেউ 'চরিত্র-বিহীন', কেউ বা 'আবেগে-প্রবন'......নানা মুনির নানা মত !

সামাজিক এবং ব্যাক্তিগত জীবন :

"আমি মনের মতন পাগল পেলাম না, আমি তাইতো পাগল হলেম না |"

আমার একলা চলো নীতিতে অনেকেরই আপত্তি আছে | ভিন্ন লোকের ভিন্ন মতামত.....বাড়ির লোক বাইরের লোক.....এক এক জনের একেক রকম......অনেকটা "পা কতরকম কথা বলে" র মতন | কেউ বলেন আমি প্রেমে বিধ্বস্ত বা দিকভ্রান্ত পথিক | কারো মতে আমি normal নয় চিকিৎসার প্রয়োজন | কেউ কেউ আড়ালে আবডালে আমাকে homosexual  ভাবেন, কেউ কেউ চরিত্রহীন...অনেকের হয়তো পৌরষত্ব নিয়ে ও প্রশ্ন আছে ......"যত মত, তত পথ" |

কিন্তু বিশ্বাস করুন প্রেম আমি করেছিলাম.....'আয়না' করুক না করুক আমি তাঁকে মনে প্রাণে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলাম......."আমি নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখিনা |"

জীব এবং জিহ্বা এর প্রেম আমাকে সংবরণ বিদ্যা শেখার সুযোগ করে দেয়নি | বাঙালি হয়েও কফি চা এর চেয়ে প্রিয়......মাছে অরুচি....ধূমপান বা সূরা কোনোটাই চলে না.....বাংলা দৈনন্দিন পড়িনা......Ethnic বা Cultural dress হিসেবে আমি ধুতি বা পাজামা পাঞ্জাবি পড়ি না.....এক কথায় GOOD FOR NOTHING বাঙালি হিসেবে আমার সুখ্যাতি......অনেকে বাঙালি বিদ্বেষীও বলে থাকেন |

ভোট দিই না বলে লোকে irresponsible বলেন | সচিন-ওয়াসিম যুগে ওয়ার্ল্ড কাপ বাদে বাকি সময় ওয়াসিম কে সাপোর্ট করার জন্য আমি দেশদ্রোহী অনেকের চোখে | আজহারউদ্দিন এর কব্জির মোচড় সচিন-সৌরভ এর খেলার চেয়ে এগিয়ে রাখলে বা রফি কে কিশোরে এর চেয়ে ভালো বললে বহুলোকের অদৃশ্য  ত্রিনয়নের সামনে পড়তে হয়েছে |  ত্রিনয়নের সামনে পড়তে হয়েছে | 

এক কথায় আমি হলাম "একজন সাদামাটা ছোটোখাটো লোক" |


Conclusion

তবু আমি ছিলাম, আছি, হয়তো আরও কিছুদিন থাকবো আপনাদের মধ্যে বা আপনাদের আড়ালে, আপনাদের সুখে দুঃখের বন্ধু বা শত্রু হয়ে.....রাম হয়ে বা রাবণ হয়ে......ঠিক যেমন আরশোলা ছিল, আছে থাকবে মানুষ্য জীবনে, পেস্ট কন্ট্রোল করেও তাড়ানো যাবে না....."আবার আসিব ফিরে" mode এ | আমায় ছাড়া আপনারা অসম্পূর্ণ......."I am the Agent of Chaos"......গল্পের তাগিদে আমাকে রাখতে হবে |

........................................ইতি | বৈশিষ্টবিহীন বিরক্তি |


(Picture Courtesy : Google)

Dangal

There are not many days when deep into the night the Country kept staring at the TV set or the Mobile Screen without the prospec...